স্পোর্টস ডেস্ক: কিছু দিনের মধ্যেই মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাবে ভারত সফরে। নানা প্রতিক্ষার ১৫ সদস্যের এই সফরে অধিকাংশই জাতীয় দলে খেলা খেলোয়াড়। এছাড়াও সফরটিতে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন।
এই প্রথমবারের মতো ‘এ’ দলে অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মমিনুল হক। আর তার অধিনায়কত্ব নিয়ে অনেকটা আশাবাদী জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। তার মতে, ‘মমিনুল বাংলাদেশের ভবিষ্যতের অধিনায়ক। তার যাত্রায় এই সফর মাত্র শুরু।’
এ প্রসঙ্গে হিথ স্ট্রিক বলেছেন, ‘আমরা ওকে (মুমিনুল) মিনি বলে ডাকি। ওর ক্রিকেট মস্তিষ্ক খুব ভাল। ওর টেম্পরামেন্ট খুব ভালো, যা নেতৃত্বে খুব কাজে দেয়। পরিষ্কার করে ভাবতে পারে। সেটা সে প্রমাণও করেছে, বিশেষ করে টেস্টে।’
ক্রিকেটের প্রতি তীব্র ক্ষুদাটা মুমিনুলকে ভবিষ্যতে নেতা হতে বিশেষভাবে সাহায্য করবে বলেও জানা স্ট্রিক।
উল্লেখ্য, ১ টি ওয়ানডে ও ২ টি টেস্ট সিরিজ খেলতে আগামী সোমবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু