স্পোর্টস ডেস্ক: কলকাতার সাকিব কিংবা হায়দরাবাদের মুস্তাফিজ- দুজনের কেউই আজ ছিলেন না নিজ নিজ দলের একাদশে। যার কারণে আইপিএলে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশী দর্শকদের আগ্রহ মরে গেছে টস হওয়ার সাথে সাথেই।
সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের একাদশে না থাকা অনেকটা অনুমেয়ই ছিলো। দল ভালো খেলছে, ফর্মে আছেন বিদেশীরাও। তাই সাকিবের জন্য জায়গা হচ্ছে না গম্ভীরের দলে। বিপরীতে মুস্তাফিজের না খেলার প্রেক্ষাপট সম্পূর্ণই আলাদা। ভারতে পা রাখার সাথে সাথেই মুস্তাফিজকে গত ম্যাচে মাঠে নামিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু দিনটি মোটেই ভালো কাটেনি কাটার মাস্টারের। তাই তাকে আজকের ম্যাচে রাখতে ভরসা পাননি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কিন্তু মুস্তাফিজের বদলি হিসেবে যাকে নেয়া হয়েছে সেই অসি ক্রিকেটার মাইসেস হেনরিকসও পারনেনি ভালো খেলতে। দুই ওভার বল করে ২৬ রান দেয়ার পর আর তার হাতে বল দিতে সাহস পাননি ওয়ার্নার। দলের আর কোন বোলার ওভার প্রতি ১৩ রান করে খরচ করেননি। দুই ওভারে মাত্র দুটি ডট বল দিয়েছেন হেনরিকস। আর ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে ব্যাট করতে নেমে করেছেন মাত্র ১৩ রান।
কলকাতার ৬ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৬ উইকেটে করেছে ১৫৫ রান। ম্যাচ হেরেছে ১৭ রানে।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস