রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৮:৫৭:২১

'বিছানায় পড়ে যেতে পারতেন মাশরাফি'

'বিছানায় পড়ে যেতে পারতেন মাশরাফি'

স্পোর্টস ডেস্ক: টাইগাররা সর্বশেষ সিরিজ খেলেছিলো শ্রীলংকার বিপক্ষে তাদের মাটিতে। স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটের একটি সিরিজও হারে নি বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। তবে এই প্রাপ্তি ছাপিয়ে শ্রীলংকা সফরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির অবসর। অধিনায়কের এমন সিদ্ধান্ত সবাই বিস্ময় প্রকাশ করেছেন। তবে জাতীয় দলের ফাস্ট বোলার জাহাঙ্গীর শাহ বাদশা মনে করেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন মাশরাফি।

তিন ফরম্যাটে তিন অধিনায়ক চেয়েছিলো বিসিবি। এরপরেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নেন মাশরাফি। জাহাঙ্গীর শাহ বাদশার মতে বিসিবি মাশরাফির ভালোর জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি বিসিবি মাশরাফির ভালো চায় বলেই তাকে অধিনায়কত্ব থেকে সরে যেতে বলেছে। আমি মনে করি, টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানোটা খুবই ভালো সিদ্ধান্ত। ডজন খানেক অপারেশন নিয়ে সে যেভাবে ঝুঁকি নিয়ে খেলছিল, বল করছিল তাতে যে কোনো সময় তার মারত্মক অবস্থা হয়ে যেতে পারতো। বিছানায় পড়ে যেতে পারতেন। যেটা মোটেও কাম্য হতে পারে না। কারণ টি-টোয়েন্টি ফরম্যাট অনেক কঠিন খেলা। এখানে সামান্য রিলাক্সের সুযোগ নেই। ওয়ানডে খেলছেন, এটা ঠিক আছে। ওখানে রিলাক্সের অনেক সুযোগ আছে। কিন্তু টি-টোয়েন্টি খুবই ‘টাফ’ ফরম্যাট।'

তবে আর সবার মতো বাদশাহ’র কন্ঠেও দেশের মাটিতে মাশরাফির অবসর নেয়ার আক্ষেপ ঝড়লো। তিনি বলেন, 'এটা ঠিক, ও দেশের মাটিতে বসে অবসর নিলে ভালো হতো। এটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হতো। সামনে তো আমাদের টি-টোয়েন্টি ফরম্যাট দেখতে পারছি না।'
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে