স্পোর্টস ডেস্ক: গেইল-লারার দেশে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল খেলতে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছর না পেরোতেই মেহেদী হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে সিপিএলে সুযোগ পাওয়া মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট খেলে যা কিছু শিখবেন তা ভবিষ্যতে কাজে দিবে বলে বিশ্বাস ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের। অভিজ্ঞতা অর্জনের জন্য সিপিএলকে বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি। শনিবার মিরপুর একাডেমি মাঠে প্রিমিয়ার লিগের অনুশীলন শেষে গণমাধ্যমকে এমনটাই জানান মিরাজ।
ডানহাতি এই অলরাউন্ডারের ভাষ্যমতে, ‘আমার জন্য এটা অনেক বড় সুখবর, বিরাট সুযোগ। বাংলাদেশ থেকে খুব বেশি খেলোয়াড় দেশের বাইরে খেলে না। তিন-চার জন খেলে। এটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা চ্যালেঞ্জ ও ইতিবাচক বিষয়। সিপিএল থেকে অনেক কিছু শিখতে পারব, অনেক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব।’
এর আগে সিপিএলের প্রথম আসরে অংশ নেন দুই বাংলাদেশি- সাকিব এবং তামিম। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সাকিব ও তামিম খেলেছেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে। প্রথম আসরের পর অবশ্য আর সিপিএল খেলা হয়নি তামিমের।
দ্বিতীয় আসরে সাকিবকে দলে ভেড়ায় জ্যামাইকা তালাওয়াস। তবে সিপিএলের দ্বিতীয় ও তৃতীয় আসরে অংশ না নিলেও সর্বশেষ আসরে জ্যামাইকার হয়ে খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবারের আসরেও তাকে দলে রেখে দিয়েছে জ্যামাইকা।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর