রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০১:৪০:৪১

মুস্তাফিজদের ওপেনারের ছক্কায় হায়দরাবাদের ড্রেসিং রুমের ল্যাপটপ ভেঙে চুরমার!

মুস্তাফিজদের ওপেনারের ছক্কায় হায়দরাবাদের ড্রেসিং রুমের ল্যাপটপ ভেঙে চুরমার!

স্পোর্টস ডেস্ক: ছক্কা হাঁকিয়েও সতীর্থ বা টিম ম্যানেজমেন্টের কাছে বকা খেতে হয়, এমনটা কখনও দেখা যায়নি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের কল্যানে দেখা গেল এই অদ্ভুত ঘটনা। আর পোড়া কপালের অধিকারী সেই খেলোয়াড় সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার শেখর ধাওয়ান।

শনিবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ। ম্যাচটি ১৭ রানে হারার পর ছক্কা হাঁকানোর দায়ে হায়দরাবাদের ব্যাটসম্যান ধাওয়ান কোচ ভিভিএস লক্ষনের কাছ থেকে কথাও শুনলেন। কেন এমন হলো?

ঘটনা হায়দরাবাদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে। ট্রেন্ট বোল্ট বল করছিলেন কেকেআরের হয়ে। ক্রিজের অপর প্রান্তে ব্যাট করছিলেন শেখর ধাওয়ান। বোল্টের অফ সাইডের সামান্য বাইরের বল কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে দেন ধাওয়ান।

বিপত্তি ঘটে তখনই। সাইড লাইনেই দলের ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন কোচ লক্ষ্মণও। ধাওয়ানের পাঠানো বল বাউন্ডারি পেরিয়ে আছড়ে পড়ে দলের অ্যানালিস্টের ল্যাপটপে।
 
ম্যাচ শেষে জানা যায় ল্যাপটপটি প্রায় বিকল হয়ে গিয়েছে। নিজের দলের রণনীতি তৈরি করার পাশাপাশি বিপক্ষ দলের শক্তি-দূর্বলতা যাচাই করার জন্য তথ্য সঞ্চয় করে রাখা থাকে অ্যানালিস্টের ল্যাপটপে। সেই ল্যাপটপ বিকল হয়ে যাওয়াতেই ব্যাপক সমস্যায় পড়েছে হায়দরাবাদ শিবির।

পুরো ঘটনায় প্রচণ্ড রেগে গিয়েছেন কোচ লক্ষণ। অবশ্য শুধু ধাওয়ান নয় দলের অ্যানালিস্টও কোচের কাছ থেকে কথা শুনেছেন। কারণ ভিডিওতে দেখা গিয়েছে, বাউন্ডারির দিকে বল আছড়ে পড়ার আগেই ল্যাপটপ সুরক্ষিত করার বদলে দলের অ্যানালিস্ট নিজের চেয়ার ছেড়ে উঠে যান।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে