স্পোর্টস ডেস্ক: পানামায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন দেশটির জাতীয় দলের ফুটবলার অ্যামিলকা হেনরিক্স। শনিবার তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাবিনতাসে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি পানামার জার্সি গায়ে ৭৫ ম্যাচ খেলা এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।
হেনরিক্সের জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০০৫ সালে। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বেও খেলেছিলেন। ক্লাব ফুটবলে খেলছিলেন আরবে ইউনিডো দি কোলনের হয়ে।
জাতীয় দলের তারকার এমন মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো পানামা জুড়ে। দেশটির ফুটবল ফেডারেশন অভিজ্ঞ ফুটবলারের অকালমৃত্যুতে জানিয়েছে গভীর শোক, ‘হেনরিক্সের এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে ছিল একজন অভিজ্ঞ ও দারুণ ফুটবলার। দেশের জার্সিতে সব সময়ই নিজেকে উজাড় করে দিত সে।’
হেনরিক্সের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশনও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামনা করা হয়েছে তার আত্মার শান্তিও।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর