রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৪:৩০:১০

সকল সফল পুরুষের পেছনে থাকেন একজন নারী: ডি ভিলিয়ার্স

সকল সফল পুরুষের পেছনে থাকেন একজন নারী: ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: সফল সকল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। বিধ্বংসী এই ব্যাটসম্যানের বেলাতেও স্ত্রী ড্যানিয়েলের অবদান অনেক বেশি। পুরো ক্যারিয়ার এমনকি, চলতি আইপিএলেও ডি ভিলিয়ার্সকে সবসময় সমর্থন যুগিয়ে যাচ্ছেন ড্যানিয়েল। এমনটাই জানালেন ডি ভিলিয়ার্স, "আমার পুরো ক্যারিয়ারের পেছনে ড্যানিয়েলের অবদান অনেক বেশি। এখনও সে আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। আইপিএলে তার উৎসাহে শুরুটা ভালো হয়েছে আমার। "

পিঠের ইনজুরির কারণে চলমান আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি ডি ভিলিয়ার্স। তবে ব্যাঙ্গালুরুর তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো খেলতে নামেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ডি ভিলিয়ার্স। মাত্র ৪৬ বলে অপরাজিত ৮৯ রান করেন তিনি।

ওই ইনিংসের পেছনেও তার স্ত্রী ড্যানিয়েলের অবদান ছিলো বলে জানান ডি ভিলিয়ার্স, "সব সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। যেমনটা আছে আমার স্ত্রী ড্যানিয়েলেরও। পুরো ক্যারিয়ার জুড়ে সে আমাকে যেভাবে সহায়তা করে আসছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে আমি আমার স্ত্রী"কে ফোন করেছিলাম কারণ, খেলতে নামার আগে কিছুটা সংশয়ের মধ্যে ছিলাম। ড্যানিয়েল তখন ছেলের সাথে ঘুমোচ্ছিল। আমি ওর কাছে জানতে চাই আমার কি করা উচিত? ড্যানিয়েল আমাকে বললো, ও আমার পেছনে রয়েছে- আমার সাথে রয়েছে এবং আমাকে ঠান্ডা মাথায় খেলতে বললো। এতেই সাহস অনেক গুণ বেড়ে যায় আমার। "

শুধুমাত্র ম্যাচের আগেই নয়, ম্যাচ শেষে ড্যানিয়েল নিজ থেকে ফোন করে ডি ভিলিয়ার্সকে আরো বড় সুসংবাদ দেয়। কি ছিলো সেই সুসংবাদ? ডি ভিলিয়ার্স বলেন, "আমার ইনিংসের জন্য প্রথমে আমাকে অভিনন্দন জানায় সে। এরপর আমাকে বলে, সামনের ম্যাচগুলোতেও তুমি ভালো খেলবে। সামনের ম্যাচগুলোতে আমি তোমার পাশে থাকতে চাই। এ জন্য আমি খুব শিগগিরই ভারত আসছি। এটি শুনে আমি শিহরিত হয়ে উঠি। জীবনসঙ্গিনী পাশে থাকাটা অনেক বড় প্রাপ্তি। "
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে