স্পোর্টস ডেস্ক: কাইরেন পোলার্ডকে ‘ব্রেইনলেস’ বলেননি, এমনটাই নিশ্চিত করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। এক টুইটার বার্তায় তিনি একথা জানান।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের সাথে মুম্বাই ইন্ডিয়ানস এর ম্যাচ চলাকালীন সময়ে পোলার্ডকে নিয়ে তার বলা কিছু কথার সুত্র ধরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো! সেদিন মাঞ্জেরেকার বলেছিলেন, 'টপ অর্ডারে খেলার মত ব্রেইন পোলার্ডের নেই।'
আর এতেই চটে যান মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবারের আইপিএল খেলা পোলার্ড।তাকে ব্রেইনলেস বলা হয়েছে ভেবে ম্যাচ শেষে এক টুইটার বার্তায় এই ওয়েস্ট ইন্ডিয়ান লিখেন, ‘আপনি চাইলে ভালো কিছু কথাও বলতে পারেন আবার টাকার জন্য আপনি নোংরা কথাও বলতে পারেন।’
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া পোলার্ডের সেই টুইটে আগুন জ্বলেছে বেশ ভালোই। আর সেই আগুনে পানি ঢেলে দিতেই সঞ্জয়ের এই টুইট।
টুইটে সঞ্জয় লিখেছেন, ‘আমি বলেছিলাম, তার কি টপ অর্ডারে ব্যাট করার সামর্থ্য আছে? ‘নো ব্রেইন’ অথবা ‘ব্রেইনলেস’ এর মত শব্দ ব্যবহার করা আমার স্টাইল নয়। আমি ভুল ত্রুটি খুঁজতে পারি, কিন্তু অপমানকর কিছু বলতে পারি না।’
মাঞ্জেকারের ব্যাখ্যায় পোলার্ডের মন গলবে কিনা সেটা সময়ই বলতে পারে। তবে মাঞ্জেকারের বলা সেই কথার জবাব মাঠেই দিয়েছিলেন পোলার্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে ৪৭ বলে ৭০ রানের এক পরিণত ইনিংসে বুঝিয়ে দিয়েছিলেন যেকোনো পজিশনে খেলার জন্যই প্রস্তুত তিনি। এখন মাঞ্জেরেকারের এই টুইটের বিপরীতে পোলার্ড কি বলেন সেটাই দেখার বিষয়।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি