স্পোর্টস ডেস্ক: কোনটি বেশি গুরুত্বপূর্ণ? বাউন্ডারি না একটি ল্যাপটপ? - এই প্রশ্নের মধ্যেই এখন হাবুডুবু খাচ্ছেন শিখর ধাওয়ান ও সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের টিম অ্যানালিস্টের ল্যাপটপ ভেঙে চুরমার করলেন শিখর ধাওয়ান। ম্যাচটা ১৭ রানে হারে হায়দ্রাবাদ। জিতে গেলে হয়তো ল্যাপটপের শোকটা কাটিয়ে ওঠা যেত।
ঘটনাটা ঘটে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে। ক্রিজের অপর প্রান্তে ব্যাট করছিলেন শেখর ধাওয়ান। বোল্টের অফ সাইডের সামান্য বাইরের বল কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে দেন ধাওয়ান।
তখন ডাগ আউটে দলের ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন দলের মেন্টর ভিভিএস লক্ষণ। অ্যানালিস্টের সাথে বসে ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। তখনই বল গিয়ে পড়ে ল্যাপটপের ওপর। ব্যস, প্রায় বিকল হয়ে যায় ল্যাপটপ।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি