রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৬:৫০:০৮

আইপিএল মাঠে আজকে বেদম পিটুনি খেলেন মালিঙ্গা!

আইপিএল মাঠে আজকে বেদম পিটুনি খেলেন মালিঙ্গা!

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই জাতীয় দলের হয়ে বাংলাদেশর বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন।  ম্যাচটি বাংলাদেশ জিতে নিলেও হ্যাটট্রিকের সুখম্মৃতি নিয়ে আইপিএল খেলতে ভারতে এসেছিলেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা।  আসরটা খারাপ যাচ্ছিল না।  

তবে আজ রবিবার দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যাচ্ছেতাই বোলিং করলেন তিনি।  ম্যাককালাম-কার্তিকরা তাকে বেদম প্রহার করল।  নির্ধারিত ২০ ওভারে গুজরাট লায়ন্সের রান দাঁড়াল ৪ উইকেটে ১৭৬।  ৪ ওভার বল করে ১২.৭৫ গড়ে ৫১ রান দিয়ে ১ উইকেট পেলেন মালিঙ্গা।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই ডোয়াইন স্মিথকে (০) হারায় গুজরাট।  কিন্তু এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক সুরেশ রায়না।  দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন।  রায়না ২৯ বলে ২৮ রান করে হরভজন সিংয়ের ঘূর্ণিতে ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাককালাম।  মালিঙ্গার একমাত্র শিকার হওয়ার আগে তিনি ৪৪ বলে ৬ চার এবং ৩ ছক্কায় ৬৪ রান সংগ্রহ করেন।

এরপর পঞ্চম উইকেট জুটিতে আবারও ৫৪ রানের পার্টনারশিপ।  সৌজন্যে ঈশান কিশান এবং দিনেশ কার্তিক।  তারকাবহুল মুম্বাইয়ের বোলিং যেন নখদন্তহীন হয়ে পড়েছিল।  দিনেশ কার্তিকের সঙ্গে ভাগ্য একটু প্রতারণাই করল।  কিংবা তিনি নিজেই ব্যর্থ হলেন আর ২টি রান করে হাফ সেঞ্চুরি তুলে নিতে।  নির্ধারিত ওভার শেষে তাকে ২৬ বলে ২৩ চার এবং ২ ছক্কায় ৪৮ রানেই অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়।  জেসন রয়ও ৭ বলে ১ চার ১ ছক্কায় ১৪* রান করেন।  মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ম্যাকক্লিঘান।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে