স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৭০ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলংকা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাংলাদেশের দেয়া ২১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। আগে ব্যাট করে শাহরিয়ার শামীম ও সুমন দেবনাথের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শাহরিয়ার। সুমন দেবনাথ করেন ৫৬ রান। ৩৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংসটি সাজান শাহরিয়ার শামীম। সুজন দেবনাথ ৪০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৪ রানের ইনিংসটি সাজান।
বল হাতে শ্রীলংকার হয়ে ২টি করে উইকেট নেন সুরাঙ্গা ও দিনেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকাকে মাত্র ৪৮ রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। এতে ১৭০ রানের বড় জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের আমিন উদ্দিন ২২ রানে ২ উইকেট শিকার করেনম্যাচসেরার পুরস্কার পান শাহরিয়ার শামীম।
বাংলাদেশ ও শ্রীলংকা ছাড়াও ভারত এই সিরিজে অংশ নিচ্ছে। ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৭০ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলংকা।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি