স্পোর্টস ডেস্ক: ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। বাহারি শটের মেলা। চোখ ধাঁধাঁনো ফিল্ডিং। অতিনাটকীয় সেলিব্রেশন। দর্শকদের উৎসাহ। আইপিএলে কী নেই!
আইপিএলের কল্যাণে রাতারাতি কোটিপতি হয়েছেন অনেক ক্রিকেটার। এবারের আইপিএলেও এমন দুই ক্রিকেটার রয়েছেন যাদের নাম আগে কেউ শুনেছেন কিনা তা নিয়েই রয়েছে সন্দেহ।
তারা হলেন থাঙ্গারাসু নটরাজন ও মোহাম্মদ সিরাজ। দশম আইপিএলের সৌজন্যে এক রাতেই তারা কোটিপতি বনে গেছেন।
২৫ বছর বয়সী নটরাজন তামিলনাড়ুর হয়ে রঞ্জি খেলেছেন। মূলত মিডিয়াম পেসার নটরাজনের ব্যাটের হাত সে রকম আহামরি নয়। তবে এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে তিন কোটি টাকায় দলে নিয়েছে।
নটরাজনের বাবা রেলে কুলির কাজ করেন। মা সবজি বিক্রি করেন। ফলে পারিবারিকভাবে অসচ্ছল হলেও আর্থিক দিক থেকে অন্তত তার স্বপ্নপূরণ করেছে আইপিএল।
নটরাজনের কাহিনীর সঙ্গে বেশ মিল রয়েছে সিরাজের। হায়দরাবাদের হয়ে রঞ্জিতে অভিষেক তার। ডানহাতি এই ফাস্ট-মিডিয়াম পেসার ২ কোটি ৬০ লাখ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে নাম লিখিয়েছেন। নটরাজন দুই ম্যাচ খেললেও এখনও মাঠে দেখা যায়নি সিরাজকে।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি