রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৮:০৯:০৮

আগামী ম্যাচেও কি একাদশের বাইরে থাকবেন সাকিব-মুস্তাফিজ?

আগামী ম্যাচেও কি একাদশের বাইরে থাকবেন সাকিব-মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)বাংলাদেশি দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে সেখানে বাংলাদেশি ক্রিকেটার খেলেন বলে। কিন্তু এবার আইপিএল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশি দর্শকরা। এর কারণ হচ্ছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে একাদশে না রাখা।

কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। কিন্তু তারা একটি ম্যাচেও সাকিব আল হাসানকে একাদশে রাখেনি। বর্তমানে একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখাকে তাই বাংলাদেশি দর্শকরা মোটেও মেনে নিতে পারছেন না।

আবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান এক ম্যাচে খারাপ করায় তাকে পরের ম্যাচে বসিয়ে রাখাকেও ভালোভাবে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, মুস্তাফিজুর রহমানের মতো সেরা বোলারকে এক ম্যাচ দিয়ে বিবেচনা করা কঠিন।

আগামীকাল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুইজনের দলেরই ম্যাচ রয়েছে। সোমবার দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

আর দিনের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এখন দেখার এই দুই তারকা খেলোয়াড় আবারও উপেক্ষিত থাকেন না মাঠ কাঁপানোর সুযোগ পান।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে