স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে খেলতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখন ভারতে রয়েছেন। কিন্তু তাদেরকে একাদশে দেখতে না পারায় ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা। এ নিয়ে ফেসবুকেও চলছে সমালোচনা। অনেকে বলছেন, সেখানে বসে না থেকে সাকিব-মোস্তাফিজের দেশে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলা উচিৎ।
সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছে। কিন্তু এর একটিতেও একাদশে রাখা হয়নি সাকিবকে। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান একটু দেরিতেই ভারতে গিয়েছেন। তিনি যাওয়ার পর তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ দুইটি ম্যাচ খেলেছে। এর মধ্যে মোস্তাফিজকে একটি ম্যাচে একাদশে রাখা হয়েছে।
গত ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মোস্তাফিজকে একাদশে রাখে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই ম্যাচে মোস্তাফিজ ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। এর পরের ম্যাচেই একাদশের বাইরে রাখা হয় মোস্তাফিজকে।
তবে, সাকিব-মোস্তাফিজকে একাদশে না রাখা নিয়ে মোটেও চিন্তিত নন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, আইপিএলে তাদেরকে খেলানো হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। এটা ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করে। তারা জাতীয় দলে নিজেদের কিভাবে উজাড় করে দিবে সেটিই আমার কাছে প্রধান বিষয়। ওদেরকে দলে রাখা হচ্ছে না তার মানে এই না যে তারা ভালো খেলোয়াড় নয়। তারা কি করতে পারে তা সবারই জানা।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি