স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরে নিজেকে মেলে ধরতে পারেন নি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। তার দল যখন মাঠে, তখন ড্রেসিং রুমে মুস্তাফিজ । এটা যে হওয়ার নয়। কিন্তু আপাতত এটাই বাস্তবতা। মুস্তাফিজকে ছাড়াই মাঠে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
১২এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ । ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ চার উইকেটে হেরে গিয়েছিল।
ওই ম্যাচে ময়জেস হেনরিকসের জায়গায় একাদশে নেয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। শনিবার ইডেনে মুস্তাফিজকে বসিয়ে আবার হেনরিকসকে একাদশে রাখা হয়। অতচ এই ম্যাচটা খুব করে খেলতে চেয়েছিলেন কাটার বয়। ইডেনের উইকেটে অফ কাটার দেখানোর আশাও দেখিয়েছিলেন সবাইকে। কিন্তু ডেসিংরুমে বসে হতাশায় সময় কাটাতে হয় তাকে।
অথচ গত বছর তাকে ছাড়া একাদশ চিন্তা করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। সময়টা যে এবার ভালো নয়, এটা বুঝতে অসুবিধে হচ্ছে না তার। এটা স্বীকারও করে নিয়েছেন মুস্তাফিজ। তবে খারাপ সময় ডিঙিয়ে ঘুরে দাঁড়ানোর বাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী তিনি।
নিজের ফেসবুকে সেই প্রত্যয়ের কথাই জানিয়েছেন তিনি। মুস্তাফিজ লিখেন,‘ আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি শিগগির ঘুরে দাঁড়াবো।’
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস