রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১০:৫১:৩৩

হেরে গিয়ে যা বললেন আশরাফুল

হেরে গিয়ে যা বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: ভক্তদের চাওয়ার সাথে তাল মেলাতে পারলেন না আশরাফুল।  ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি মোহাম্মদ আশরাফুলের।  কলাবাগান ক্রীড়া চক্রের ব্যাটসম্যানদের দৈন্য ব্যাটিংয়ে নিজদের প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারতে হয়েছে প্রাইম ব্যাংকের কাছে।  তবে লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই ঘুরে দাঁড়াতে চান কলাবাগানের অধিনায়ক আশরাফুল।  ১৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মোহামেডানকে হারিয়ে লিগে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ব্যাটসম্যানরা ছন্দে ফিরলে কাজটি কঠিন হবে না বলেও তিনি বিশ্বাস করেন, ‘আমাদের যে দল তাতে আমরা যদি ২৩০-২৪০ করতে পারি তাহলে যেকোনো বড় দলের সাথে লড়তে পারব।  কারণ আমাদের বোলিং ইউনিট খুবই ভালো।  তাই মোহামেডানের সাথেও পারা যাবে।  কেননা আমাদের প্লেয়াররা সবাই পারফরমার।  আমি বিশ্বাস করি মোহামেডানের সাথে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ’

প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আশরাফুল।  ফিরেছেন মাত্র ৬ রানে।  তবে এই ম্যাচে তার ব্যাট ঠিকই জ্বলে উঠবে বলে মনে করছেন এই কলাবাগান দলপতি।  ‘প্রথম ম্যাচে আমার ও আমার দলের আরো ভালো করা উচিত ছিল।  দ্বিতীয় ম্যাচে চেষ্টা করব ভালো একটা ইনিংস খেলতে।  একটা বড় ইনিংস খেলতে পারলে নিজের লাভ হবে দলেরও হবে। ’

প্রথম ম্যাচে প্রাইমের বিপক্ষে একমাত্র তুষার ইমরানের ৪৭ রানের ইনিংসটি বাদ দিলে আর কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত ৪০ রানের কোটা ছুঁতে পারেননি।  ফলে ১৮৪ রানেই গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস, যা প্রাইম ব্যাংক সহজেই টপকে গেছে।

মোহামেডান প্রথম ম্যাচে হেরেছে বিধায় একটু উজ্জীবিত তিনি, ‘ওরা প্রথম ম্যাচে হেরেছে।  অবশ্য আমরাও হেরেছি।  আমাদের তুষার ইমরান দারুণ খেলছে।  দলে থাকা মেহরাব জুনিয়র, মাসাকাদজা, মোক্তার আলী, আবুল হোসেন রাজু খুবই ভালো।  অপেক্ষা শুধু সেরাটা দেয়ার।  আর ওটি হতে পারলেই জয় থাকবে হাতের মুঠোয়। ’

ভক্তদের চাওয়ার সাথে তাল মেলাতে পারলেন না আশরাফুল।  ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি মোহাম্মদ আশরাফুলের।  কলাবাগান ক্রীড়া চক্রের ব্যাটসম্যানদের দৈন্য ব্যাটিংয়ে নিজদের প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারতে হয়েছে প্রাইম ব্যাংকের কাছে।  তবে লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই ঘুরে দাঁড়াতে চান কলাবাগানের অধিনায়ক আশরাফুল।  ১৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মোহামেডানকে হারিয়ে লিগে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ব্যাটসম্যানরা ছন্দে ফিরলে কাজটি কঠিন হবে না বলেও তিনি বিশ্বাস করেন, ‘আমাদের যে দল তাতে আমরা যদি ২৩০-২৪০ করতে পারি তাহলে যেকোনো বড় দলের সাথে লড়তে পারব।  কারণ আমাদের বোলিং ইউনিট খুবই ভালো।  তাই মোহামেডানের সাথেও পারা যাবে।  কেননা আমাদের প্লেয়াররা সবাই পারফরমার।  আমি বিশ্বাস করি মোহামেডানের সাথে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ’

প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আশরাফুল।  ফিরেছেন মাত্র ৬ রানে।  তবে এই ম্যাচে তার ব্যাট ঠিকই জ্বলে উঠবে বলে মনে করছেন এই কলাবাগান দলপতি।  ‘প্রথম ম্যাচে আমার ও আমার দলের আরো ভালো করা উচিত ছিল।  দ্বিতীয় ম্যাচে চেষ্টা করব ভালো একটা ইনিংস খেলতে।  একটা বড় ইনিংস খেলতে পারলে নিজের লাভ হবে দলেরও হবে। ’

প্রথম ম্যাচে প্রাইমের বিপক্ষে একমাত্র তুষার ইমরানের ৪৭ রানের ইনিংসটি বাদ দিলে আর কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত ৪০ রানের কোটা ছুঁতে পারেননি।  ফলে ১৮৪ রানেই গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস, যা প্রাইম ব্যাংক সহজেই টপকে গেছে।

মোহামেডান প্রথম ম্যাচে হেরেছে বিধায় একটু উজ্জীবিত তিনি, ‘ওরা প্রথম ম্যাচে হেরেছে।  অবশ্য আমরাও হেরেছি।  আমাদের তুষার ইমরান দারুণ খেলছে।  দলে থাকা মেহরাব জুনিয়র, মাসাকাদজা, মোক্তার আলী, আবুল হোসেন রাজু খুবই ভালো।  অপেক্ষা শুধু সেরাটা দেয়ার।  আর ওটি হতে পারলেই জয় থাকবে হাতের মুঠোয়। ’
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে