স্পোর্টস ডেস্ক: চলতি বছরেই চূড়ান্ত হতে পারে ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর তালিকা।
এমনটাই জানিয়েছে আইসিসি, জানা গেছে ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর তালিকা।
বড় কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ওই আসরেও সরাসরি অংশগ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বর্তমানে র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশ দলের।
আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিতব্য র্যাংঙ্কিংয়ে স্বাগতিক ইংল্যান্ডসহ শীর্ষ আটটি দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। টেস্ট খেলুড়ে বাকি দুটি দলকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে।
ফলে এখনো পর্যন্ত সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে টাইগারদের।
র্যাংকিংয়ের অষ্টম অবস্থানে থাকার কারণে পাকিস্তান সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। তবে দুই দলেরই সামনে বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে।
এর ফলাফলের ভিত্তিতে র্যাংকিং পুনর্বিন্যাসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ, রেটিং পয়েন্টের দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। বর্তমানে সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২।
আর পাকিস্তানের পয়েন্ট সংখ্যা ৮৯। ৮৪ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের নবম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে