সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৫৮:২০

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ১৭০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দল।

রোববার জগন্নাথ হল মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৪৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শাহরিয়ার শামীম। এ ছাড়া সুজন দেবনাথ করেন ৫৬ রান। মূলত এই দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ।

৩৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংসটি সাজান উইকেটরক্ষক-ব্যাটসম্যান শামীম। সুজন দেবনাথ ৪০ বলে ৫৪ রানের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছক্কায়। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন সুরাঙ্গা ও দিনেশ।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। স্বাগতিক বোলারদের নিখুঁত বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের আমিন উদ্দিন ২২ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন শাহরিয়ার শামীম। পুরস্কার হিসেবে তার হাতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ব্র্যান্ডের একটি স্মার্টফোন তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা নিয়ে রোববার থেকে শুরু হয়েছে ‘ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে একক লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো।

ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন গ্রুপ। এই আয়োজনের প্লাটিনিয়াম স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে