নিউজ ডেস্ক: দেশের ঘরোয়া লিগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। দেশি-বিদেশি মিলিয়ে চলছে ঘরোয়া লিগ। জাতীয় দলের টেস্ট নেতা মুশফিকুর রহিম খেলছেন এই আসরে। এখানে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিক খেলছেন একই দলে।
তাদের দলের নাম লিজেন্টস অফ রুপগঞ্জ। সোমবার শেখ জামালের বিপক্ষে শুরুটা ভালো হয়নি রুপগঞ্জের। দলের ওপেনার আবু সায়েম অমি মাত্র একটি বাউন্ডারি মারার পরেই ক্যাচ আউট হয়ে ফিরে যান।
নুরুল হাসান সোহান উইকেটের পেছন থেকে ক্যাচটি লুফে নেন। তার আগে হাসানুজ্জ্মান কোনো রান না করেই বিদায় নেন। পরে এনামুল হক জুনিয়র ও মুশফিক হাল ধরেন। দুই জনেই ফিফটি করেন দুর্দান্ত বেগে।
দ্রুত রান তুলেছেন মুশফিক। লক্ষ্য করা গেলো যেন মুশফিকের ব্যাটে ঝড়, মাঠে নামতে না নামতেই মুশফিকের ব্যাটে ৭২ রান। বাউন্ডারির মার এখানে ৪টি। সর্বশেষ খবরে ৩০ ওভারের খেলা শেষে দুই উইকেট হারিয়ে রুপগঞ্জের রান ১৪৬। মুশফিকের রান ৭৭। সেঞ্চুরির পথে মুশফিক।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর