স্পোর্টস ডেস্ক: আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম নায়ক মোস্তাফিজ হলেও আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে বোলিংয়ে সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। যে কারণে পরের ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখে গত আসরের চ্যাম্পিয়নরা।
আজ সোমবার রাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের মাঠে গত আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন মোস্তাফিজ। এই মাঠে মোস্তাফিজের ইকোনমি ছিল ৬.৯৬।
পেয়েছিলেন ৭ উইকেট। আর পাঞ্জাবের বিপক্ষে গত আসরে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এদিকে মোস্তাফিজকে একাদশে দেখার ইচ্ছার কথার প্রতিফলন দেখা গেছে জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফোতে।
সেখানে বলা হয়েছে, মোস্তাফিজের আগের পারফরম্যান্সের পরও যদি আজকের ম্যাচের একাদশে না রাখা হয় তাহলে সেটা হবে বিস্ময়ের। বেন কাটিং ভালো তবে বিস্ময়কর কোনো পারফরম্যান্স এখনও করতে পারেননি।
বেন কাটিংয়ের পরিবর্তে মোস্তাফিজকে দলে রাখার মতামত জানতে ক্রিকইনফোতে ভোট নেয়া হয়। যেখানে ৬৬ দশমকি ৯১ শতাংশ পাঠক মোস্তাফিজকে দলে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। তারপরও মোস্তাফিজ হায়দরাবাদের একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর