স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপিতে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব) এর উদ্যোগে গত শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিকেএসপিতে অধ্যায়ণ করা জাতীয় দলের বর্তমান-সাবেক অনেক খেলোয়াড়। পুরোটা দিন বিকেএসপি চত্ত্বর মুশফিক-সাকিব আর আবদুর রাজ্জাকদের পদচারণায় মুখরিত ছিল। আর তারা একে একে বিকেএসপির থাকা সময়টুকু স্মৃতিচারণ করতে লাগলেন মিডিয়ার সামনে।
ঠিক তেমনি জাতীয় দলের স্পিনার আবদুর রাজ্জাক শুনালেন এক হাস্যকর অতীত দুষ্টামির কথা।বিকেএসপি থাকাকালীন সময়ে তিনি যেভাবে দুষ্টদের শাস্তি দিতেন তা বর্ননা করলেন ঠিক এভাবে, ‘খুব দুঃখ পেলাম। এখন যারা বিকেএসপিতে আছে ওরা পলিথিনে পানি ভরে কিভাবে ছুড়তে হয় সেটাই শিখেনি। আমরা ছুড়তাম। গায়ে লেগে পলিথিন ফেটে যেত। এখন ছোড়ার আগেই ফেটে য়ায়। খুব বিরক্ত হয়েছি ওদের ওপর। এটা শিখতে পারলো না কেন! ওই সময় কেউ যদি আমাদের জ্বালাতন করতো তাহলে শিক্ষা দিতে মজা করে এমন পানি ছুড়ে মারতাম। এখনকার ছেলেরা পারে না।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু