স্পোর্টস ডেস্ক: এটাই এখন দারুণ খবর। ঘরোয়া লিগে জোড়া সেঞ্চুরি উপহার দিলেন মুশফিক-নাঈম। দলের বিপর্যয়ে যথারীতি হাল ধরলেন রুপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিম। নাঈম ইসলামের সঙ্গে জুটি বেধে দলকে এনে দিলেন বড় সংগ্রহ।
শেখ জামালের পেসার শাহাদাত হোসেন রাজিব শুরুতেই তুলে নিলেন দুই উইকেট। ১৩ রানে দুই ওপেনার সাজঘরে ফিরে যাওয়ায় অনেকটা ব্যাটফুটে ছিল লিজেন্ডস অব রুপগঞ্জ। মুশফিক-নাঈমের জুটি যখন ভাঙল রুপগঞ্জের রান তখন ২৩৮।
আব্দুর রাজ্জাকের বলে লং অফে ক্যাচ দেয়ার আগে মুশফিকের নামের পাশে ১৩৪ বলে ১৩৪ রান। ১৪টি চার ও একটি ছক্কায় মুশফিক সাজান ইনিংসটি। নাঈম থামলেন ১০৩ রান করে। ১১৮ বলে সাতটি চার ও একটি ছ্ক্কা।
দুই সেঞ্চুরিতে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে রুপগঞ্জ। প্রথম ম্যাচে মুশফিক অপরাজিত ছিলেন ৭৫ রানে। তাতে দলও জিতেছিল। হয়েছিলেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুশফিকের ইনিংসটি ছিল দেখার মতো।
মুশফিক আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মাশরাফি বিন মর্তুজা। বিশাল দুটি ছক্কা হাঁকিয়ে ব্যাট হাতে ঝড়ের আভাস দিয়ে ১১ বলে ১৭ রান করে থামেন ম্যাশ। শাহাদাত হোসেন রাজিব ও আব্দুর রাজ্জাক নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর