স্পোর্টস ডেস্ক: গণভবনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার ক্রীড়াজগতের মানুষদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত যেসব খেলোয়াড়েরা দেশের জন্য বিশেষ সন্মান বয়ে এনেছেন তাদেরকে উৎসাহিত করতেই ছিল এই আয়োজন।
অনন্য এই উদ্যোগে, দেশের খেলাধুলার উন্নয়নে কাজ করে যাওয়ার আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের স্থায়িত্ব ছিল এক ঘণ্টারও বেশি, পুরস্কার দেয়া প্রায় ৩৩৯ জন খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে।
প্রথমেই প্রধানমন্ত্রী ২০১৬ সালের দক্ষিণ এশীয় গেমসের তিন স্বর্ণপদকজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দেন।
পরবর্তীতে, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, প্রমীলা ক্রিকেট দল, জাতীয় ফুটবল দল, অনূর্ধ্ব-১৪ ফুটবল দল, বধির ক্রিকেট দল, বিশেষ শীতকালীন অলিম্পিক দল, আর্চারি দল, রোলার স্কেটিং দল, হ্যান্ডবল, হকি, শ্যুটিং, ভারোত্তোলন, ভলিবল এবং মেয়েদের জুনিয়র ব্যাডমিন্টন দলকে পদকের সাথে চেক প্রদান করা হয়।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এবং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন মাননীয়া প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কা সফরে ভালো করার প্রতিদানস্বরূপ এই টাকা প্রধানমন্ত্রীর হাত দিয়ে খেলোয়াড়দেরকে বোনাস হিসাবে দেয় বিসিবি।
অনুষ্ঠানের শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করবে সরকার।’ খেলাধুলার মান উন্নয়নে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য বিত্তবানদেরকে এগিয়ে আসারও আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর