স্পোর্টস ডেস্ক: ডেভিড লুইজকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন বলে মনে করেন চেলসির কোচ আন্তোনিও কন্তে। ২০১১ সালে চেলসিতে নাম লেখানো ব্রাজিলের লুইজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন দলের সাবেক কোচ হোসে মরিনহো।
২০১৪ সালে ফ্রান্সের ক্লাব পিএসজির কাছে বিক্রি করে দেয়া হয় এই খেলোয়াড়কে। চলতি মৌসুমে কোচের দায়িত্ব নিয়ে কন্তে লুইজকে স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফিরিয়ে আনেন।
২৯ বছর বয়সী লুইজের প্রশংসা করে কন্তে বলেন, ‘ডেভিড যখন ইংল্যান্ডে ফিরে আসে, তখন তার সম্পর্কে আমি অনেক বাজে কিছু শুনেছিলাম। ... তার জন্য এটা বড় একটি চ্যালেঞ্জ ছিল,
আমার জন্যও। আমরা যখন তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম, নিশ্চিত ছিলাম যে, খুব ভালো একজন খেলোয়াড়কেই নিচ্ছি।’-ওয়েবসাইট।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস