স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ফিজ ২.৪ ওভার বোলিং করে উইকেট শুন্য থেকে ৩৪ রান গোনেন।
দলকেও বরণ করে নিতে হয় ৪ উইকেটের পরাজয়। এরূপ পারফর্মেন্সের পর স্বভাবতই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচটিতে ফিজকে রাখা হয়নি একাদশে। ফিজ বিহীন সেই ম্যাচেও অবশ্য ১৭ রানের পরাজয় দিয়ে মাঠ ছেড়েছিলো ডেভিড ওয়ার্নারের দল।
তবে হায়দ্রাবাদের হয়ে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আবারো মাঠে নামার সম্ভাবনা আছে কাটার মাস্টারের। দলীয় সুত্রে জানা গেছে এমনটাই। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ভেন্যুতে গত আইপিএল আসরে ২৫.৮৫ গড়ে এবং ইকোনোমি রেটে ৬.৯৬ সাত উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। সুতরাং আজকের ম্যাচের একাদশে জায়গা করে নেয়ার ক্ষেত্রে পরিসংখ্যানই অনেকটা এগিয়ে রাখছে তাঁকে।
মুস্তাফিজ একাদশে জায়গা পেলে সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসতে হবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিংকে। হায়দ্রাবাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১ টি উইকেট শিকার করেছেন কাটিং। ব্যাট হাতেও খুব একটা উজ্জ্বল পারফর্ম করেননি। ১২.৭৫ গড়ে করেছেন মাত্র ৫১ রান।
এদিকে পাঞ্জাব শিবিরেও আসতে পারে কিছু পরিবর্তন। পাঞ্জাবের অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন তাঁর দলের প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার এবং ইংলিশ ইয়ন মরগান মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নন।
তাঁদের পরিবর্তে কিউই ওপেনার মার্টিন গাপটিল এবং অজি অলরাউন্ডার শন মার্শ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন একাদশে। উল্লেখ্য, বর্তমানে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থতে অবস্থান করছে হায়দ্রাবাদ। অন্যদিকে হায়দ্রাবাদের আজকের প্রতিপক্ষ পাঞ্জাবের অবস্থান পঞ্চমে। সমান সংখ্যক ম্যাচে জয় পেলেও রান রেটে পিছিয়ে আছে তারা।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (সম্ভাব্য)-
শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েজেস হেনরিকেস, যুবরাজ সিং, দিপক হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, আশিস নেহরা।
কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য)-
হাসিম আমলা, মানান ভোহরা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইয়ন মরগান/ মার্টিন গাপটিল, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার/শন মার্শ, আক্সার প্যাটেল, কেসি কারিয়াপ্পা, মোহিত শর্মা, বরুণ অ্যারন, সন্দীপ শর্মা।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর