বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ১০:৩৭:৪৫

ধোনির জুতোয় পা গলানো কঠিন: ঋদ্ধিমান

ধোনির জুতোয় পা গলানো কঠিন: ঋদ্ধিমান

স্পোর্টস ডেস্ক : মাহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসরে ভারতীয় টেস্ট দলে ঋদ্ধিমান সাহা নাম্বার ওয়ান চয়েস হলেও মাহির জায়গা পূরণ করা যে কঠিন তা নিজে মুখেই স্বীকার করে নিলেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান৷ গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝে হঠাৎই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানান ধোনি৷ তার পর থেকেই টেস্টে ধোনির পরিবর্তে খেলছেন ঋদ্ধি৷ কিন্তু চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে পারেননি ঋদ্ধিমান৷ তার পরিবর্তে একটি টেস্টের জন্য কলম্বো উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল নমন ওঝাকে৷ চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের দলে ঋদ্ধিমান৷ দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের আগে ঋদ্ধি বলেন, ধোনির ছায়ায় নিজেকে দাঁড় করানো মোটেই সহজ নয়৷ ধোনির জুতোয় পা গলানো কঠিন। ওর সাফল্য সে কথা বলে৷ আমির মাত্র কয়েকটি টেস্ট খেলেছি৷ সুতরাং নিজেকে নিয়ে কিছু বলার আগে আরও কিছু ম্যাচ খেলতে চাই৷ ধোনি ১০ এর মধ্যে ৯ পয়েন্ট পেলে আমি সেখানে পাব ২.৫৷ ঋদ্ধিমান ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত প্লেয়ার৷ টেস্টেও তাই৷ টেস্টেও ব্যাটে ওর ভালো কিছু ইনিংস রয়েছে৷ জাতীয় দলে নিজের জায়গাটা ধরে রাখাও যে সহজ নয়, তা ভালো করেই জানেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান৷ তাঁর ঘাড়ে যে নমন ওঝা নিঃশ্বাস ফেলছে তা মনে করিয়ে দিয়ে ঋদ্ধি বলেন, পারফর্ম করলে আমি খেলে যাব৷ না-হলে নমনরা দলে ঢুকবে৷ শ্রীলঙ্কায় চোটের জন্য শেষ টেস্টে খেলতে পারিনি৷ কিন্তু প্রথম দু’টি টেস্টে দু’টি হাফ-সেঞ্চুরি করেছি৷ টেস্টে ব্যাটিং লাইন-আপে তাঁর জায়গাটা ছ’নম্বরে৷ এ সম্পর্কে ঋদ্ধির বক্তব্য, যে কোনও নম্বরে ব্যাট করতে আমার সমস্যা নেই৷ দ্বিতীয় নতুন বলেও আমি ব্যাট করেছি টেলেন্ডারদের সঙ্গে৷ সুতরাং ছ’ নম্বরে ব্যাট করতে আমার কোনও সমস্যা নেই৷ দক্ষিণ আফ্রিকার দুই সেরা পেসার ডেল স্টেইন, মর্নি মর্কেলদের সামলানো যে সহজ নয় তা মনে করিয়ে দেন পাঁচ বছর আগে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া ঋদ্ধি৷ তিনি বলেন, অবশ্যই স্টেইন ও মর্কেলর গতি ও বাউন্স ফ্যাক্টর৷ সম্প্রতি আমি শর্ট বলে প্র্যাকটিস করেছি৷ সুতরাং স্টেইন-মর্কেলদের খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী৷-কলকাতা ২২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে