সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৩:৪১:২৪

ধোনির দানবীয় ছক্কায় 'ভাঙল জানালার কাঁচ'

ধোনির দানবীয় ছক্কায় 'ভাঙল জানালার কাঁচ'

স্পোর্টস ডেস্ক: গত কয়েক ম্যাচ ধরেই ফর্মটা ভালো যাচ্ছিলো না ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এর জন্য টীকাটিপ্পনীও কম শুনতে হয়নি। আরেক ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তো প্রশ্নই তুলে ফেলেছেন ধোনির সামর্থ্য নিয়ে।

সদা ঠাণ্ডা মস্তিস্কের অধিকারী ক্যাপ্টেন কুল অবশ্য মুখে মুখে সেই জবাব ফিরিয়ে দেননি। ক্রিকেট মাঠে ব্যাটটাকেই যে তিনি জবাবের মাধ্যম হিসাবে ব্যবহার করে এসেছেন এতদিন।

গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করছিলেন ধোনি। গত তিন ম্যাচে রান না পাওয়ায় নিজেকে উঠিয়ে এনেছিলেন চার নম্বর পজিশনে। সেখানে অধিনায়ক স্টিভ স্মিথের সাথে গড়েন এক মূল্যবান জুটি।

রানে ফেরার ইঙ্গিত ছিল ধোনির ব্যাটে,কিন্তু ধোনি সুলভ টাইমিং হচ্ছিলো না কিছুতেই। ইনিংসের ১৪ তম ওভারের শেষ বলে হতাশা থেকেই কিনা, হঠাৎ যেন দানবীয় শক্তি ভর করলো মাহির উপর। লেগ স্পিনার যুভেন্দ্রা চাহালের করা বলে ডান্সিং ডাউন দ্যা উইকেটে এসে সপাটে চালালেন ব্যাটটাকে।

ব্যাটের সাথে বলের বুম শব্দই বলে দিলো কি হতে যাচ্ছে! চাহালের বিস্ময়মাখা দৃষ্টি উপেক্ষা করে বল ততক্ষণে পৌঁছে গেছে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে! ম্যাচের তো বটেই, পুরো টুর্নামেন্টের সবথেকে বড় ছক্কা হবার দৌড়ে এগিয়ে থাকবে ধোনির এই মাসল হিটিং!

ধোনির এই দানবীয় ছক্কায় টুইট করেছেন অনেক নামী ক্রিকেটারই। এর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার টুইট করেন, ‘আমি এইমাত্র আমার জানালা ভাঙার শব্দ পেলাম, এটা কি তাহলে সেই বলটাই যেটা ব্যাঙ্গালর থেকে এখানে উড়ে এসেছে, ওয়াও বুম !’

সারকাস্টিক ডুড নামের আরেক টুইটার একাউন্ট থেকে টুইট করা হয়, ‘ধোনি বল এবং নিন্দুক উভয়কেই চূর্ণ করে মাঠের বাইরে পাঠাল।’

এক ছক্কাতেই এত কাণ্ড! ধোনি যে এখনও ফুরিয়ে যাননি সেটার প্রমান হয়ত এই দানবীয় ছক্কাতেই লুকিয়ে ছিল।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে