স্পোর্টস ডেস্ক: সোমবার বিকেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৮তম ম্যাচে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লী ডেয়ারডেভিলস। তবে ম্যাচের জন্য ৯১ শতাংশ ভোট পেয়েও কেকেআর একাদশ থেকে বাদ পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইতিমধ্যে টসে হেরে বোলিংয়ে কলকাতা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। আজকের ম্যাচে কলকাতা একাদশঃ গৌতম গম্ভির, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, কলিন ডি, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, ক্রিস ওকস, উমেশ যাদব, সুনিল নারিন, ট্রেন্ট বোল্ট, উমেশ যাদব।
চলতি আসরের একটি ম্যাচেও সাকিবকে একাদশে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ। তবে দলের দুই খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং ট্রেন্ট বোল্ট এখন পর্যন্ত কোন ম্যাচেই ইকনোমিক বোলিং করতে পারেননি।
আজকের ম্যাচে কেকেআর ভক্তরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে একাদশে দেখতে ইচ্ছুক ছিল। তা হয়নি। সাকিবকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে কেকেআর।
ক্রিক ইনফোর এক জরিপেও দেখা গিয়েছে আজকের ম্যাচে সাকিবকে কলকাতার একাদশে দেখতে ইচ্ছুক ৯১.৩১ শতাংশ কেকেআর ভক্ত। মোট ৯৫৯১ জন ক্রিকেট প্রেমী সাকিবকে একাদশে রাখার জন্য ভোট দিয়েছেন।
এছাড়াও কেকেআরের শিবির থেকে ইঙ্গিত মেলেছিল যে আজকের ম্যাচে সাকিবের অন্তর্ভুক্তি অনেকখানি নিশ্চিত। গেল ছয় মৌসুম ধরে কেকেআরে দেশকে প্রতিনিধিত্ব করছেন এই টাইগার অলরাউন্ডার। আইপিএলের দশম আসর সাকিবের ৭ নম্বর বছর কলকাতায়।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি