সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৫:০১:৫১

মাহমুদুল্লাহর পর চলছে মোসাদ্দেকের ব্যাটিং তাণ্ডব

মাহমুদুল্লাহর পর চলছে মোসাদ্দেকের ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক: বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে সক্ষম হয় পারটেক্স।

পারটেক্সের হয়ে উপরের সারির কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারে নি।  উইকেটে থিতু হয়েও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন বেশীরভাগ ব্যাটসম্যান। নিয়মিত উইকেট হারিয়ে চাপে থাকা পারটেক্সকে সম্মানজনক স্কোর এসে দিয়েছেন লোয়ার অর্ডারে ব্যাট করা জুবাইর আহমেদ।  ৬৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার সাজ্জাদ হোসাইনের ব্যাট থেকে।  আবাহনীর হয়ে দুইটি করে উইকেট শিকার করেন মোহাম্মাদ সাইফুদ্দিন ও শুভাগত হোম। তাসকিন আহমেদ ও সানজামুল হক একটি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্য খেলতে নামে মাহমুদুল্লাহ রিয়াদের আবাহনী।

ভারতীয় ক্রিকেটার উদয় কউল ও লিটন দাস অবশ্য আবাহনীকে শুভ সূচনা এনে দিতে পারেনি।  দলীয় ১৮ রানে উদয় ৯ রান করে আউট হন তিনি। উইকেটে থিতু হয়েও ২০ রান যোগ করে লেফ বিফরের ফাঁদে পড়তে হয় লিটনকে।

তবে হাল ধরে নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি তৃতীয় উইকেটে শত রান যোগ করে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন।

একই সাথে জোড়া অর্ধশত তুলে নিয়ে দলের স্কোর দেড়শ ছাড়ায় রিয়াদ-শান্ত জুটি।  বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ আক্রমণাত্মক ব্যাটিং করে যান। নিয়মিত বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন তিনি। তবে ভাগ্যের পরিহাসের কারণে ষেঞ্চুরি না করেই ব্যক্তিগত ৭৭ রানে আউট হয়ে যান মাহমুদুল্লাহ।

অধিনায়ক মাহমুদুল্লাহ ফেরার পর এবার ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন রাইজিং টাইগার মোসাদ্দেক হোসেন সৌকত। ইতিমধ্যে মোসাদ্দেক একটি চার এবং একটি ছক্কার সাহয্যে ব্যক্তি ২৩ রান নিয়ে ব্যাট করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভারে দুই উইকেটে ২৩০ রান তুলেছেন আবাহনী।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে