স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল পঞ্চম আসরে সিলেটের দল থাকছে। এছাড়াও নতুন ঘোষণা অনুসারে সিলেটের দল সেই সাথে ভেন্যুও পাচ্ছে সিলেট।
আজ সিলেটে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, বিপিএলে সিলেটের দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি বিপিএল গর্ভনিং কাউন্সিল সিলেটের নামে নতুন ফ্র্যাঞ্চাইজি দেবে।সেই সাথে তিনি জানান, এবার সিলেটিদের মালিকানায়ই বিপিএলে সিলেটের নামে দল অংশ নিবে।
বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালস নামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল তৎকালীন বিসিবি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের। তৃতীয় আসরে নাফিসা কামাল ফ্র্যাঞ্চাইজি বদলে নাম দেন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
সেই সুযোগে প্রথম আসরের বরিশাল বার্নার্স দলের কর্ণধার আলিফ গ্রুপ সিলেটের ফ্র্যাঞ্চাইজি ‘সিলেট সুপারস্টারস’ নামে কেনেন। তৃতীয় আসরে এসে আলিফ গ্রুপ নিষিদ্ধ হলে কোন ফ্র্যাঞ্চাইজি সিলেটের নামে দল গঠন করেনি।
সংবাদ সম্মেলনে বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি