স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে হয়তো বেশিরভাগ রাতই তার নির্ঘুম কেটেছে। প্রতারণার অভিযোগে জেল পর্যন্ত খাটতে হয়েছে। সহ্য করতে হয়েছে তীব্র সমালোচনার ঝড়। তবে ক্রিকেটের পারফরম্যান্সে এর ছিটেফোঁটাও নেই। মাঠে ফিরেছেন যেনো আগের চেয়ে আরো ক্ষুরধার হয়ে। বলছি, বাংলাদেশ বাঁহাতি স্পিনার আরাফাত সানির কথা।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলছেন সানি। বিকেএসপিতে দলের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। সোমবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। সেদিন পারটেক্সের বিপক্ষে ৫ উইকেট নেয়ার পর এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিলেন ৪৫ রানে ৪ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ফতুল্লা স্টেডিয়ামে দু’ওপেনারের দুর্দান্ত সূচনার পরও এক বল বাকি থাকতে ২৪৬ রানে অলআউট হয়েছে ব্রাদার্স।
মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকের ওপেনিং জুটিতে ১১৩ রান তুলে ফেলে ব্রাদার্স ইউনিয়ন। ২৬তম ওভারে শরীফউল্লাহর বলে মিজান বোল্ড হয়ে সাজঘরে ফিরলে শ্লথ হয়ে যায় তাদের রানের চাকা। ব্যাটিং উইকেটেও রান পেতে ধুঁকতে থাকে ব্রাদার্স। ৪২তম ওভারে ২০০ ক্রস করে দলটি।
এরপর তো শুধুই সানির গল্প। ৪৫তম ওভারে মাইশুকুরকে দিয়ে শুরু। শেষ ৫ উইকেটের ৪টিই নেন তিনি। ফলে প্রত্যাশিত স্কোর গড়তে বাধ্য হয় ব্রাদার্স। এ মাঠে ২৯৩ রান করেও আবাহনীর কাছে পাত্তা পায়নি খেলাঘর। তাই ২৪৬ রান যে জয়ের জন্য নিরাপদ নয় তা নিঃসন্দেহে বলা যায়।
ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই এখন তার দিকেই চেয়ে থাকতে হবে ব্রাদার্সকে।
৫ জানুয়ারি নিজেকে স্ত্রী দাবি করে তথ্যপ্রযুক্তি আইনে আরফাত সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা নামের তরুণী। পরে ২২ জানুয়ারি সকালে আমিনবাজার নিজ বাসা থেকে বাংলাদেশ বাঁহাতি স্পিনারকে গ্রেপ্তার করে পুলিশ।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস