সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৬:৩১:৩৪

হারতে হারতে দিশেহারা হলেও কান্না নিয়ে বাড়ি ফিরতে চান না কোহলি

হারতে হারতে দিশেহারা হলেও কান্না নিয়ে বাড়ি ফিরতে চান না কোহলি

স্পোর্টস ডেস্ক: নিজে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি চোটের কারণে। দুই ম্যাচ হল একাদশে ফিরেছেন। কিন্তু জয়ের দেখা পাননি বিরাট কোহলি। একেবারেই হারতে হারতে দিশেহারা হয়ে পড়েছে বেঙ্গালু। শেষ ম্যাচে পুনের কাছে ২৭ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সবমিলিয়ে ৫ ম্যাচে ৪ হার নিয়ে বিরক্ত-হতাশ অধিনায়ক কোহলিও। সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, আমরা তো কান্না নিয়ে বাড়ি ফেরার কথা চিন্তা করতে পারি না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে কোহলি ভক্তদের হতাশা যখন পিছু ছাড়ছে না। তখন অবশ্য কোহলির তীর সতীর্থদের দিকেই। গেইল-ডি ভিলিয়ার্সদের মত তারকা সমৃদ্ধ দলটির কাছে মালিক-সমর্থকদের প্রত্যাশা অনেক। কোহলি সেটাই মনে করিয়ে দিচ্ছেন সতীর্থদের জয়ের তাড়না ফেরাতে। সঙ্গে টানা হারের জন্য খেলোয়াড়দের দায়িত্বহীনতার দিকে ইঙ্গিত করে বিরক্তি-হতাশার ঝালটুকু মিটিয়েছেন অধিনায়ক।

সতীর্থদের গত বছরের পারফরমেন্সের কথা মনে করিয়ে দিয়ে কোহলি বলেছেন, আমরা তখন হাতে থাকা চারটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেই কোয়ালিফাই করেছিলাম। হয়ত সবসময় একই রকম হবে না। তবে একজন পেশাদার ক্রিকেটার হলে দলের জন্য, দলের হাজার হাজার ভক্তদের জন্য খেলতে হয়। আমাদের এমন খারাপ পারফরমেন্স তাদের ঠিক বার্তা দেবে না।

কোহলি আশা করছেন খুব তাড়াতাড়ি বেঙ্গালোর জয়ে ফিরবে। সতীর্থরা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারবে বলেও প্রত্যাশা তার। বললেন, আমাদের জয়ের ফর্মুলা খুঁজে বের করতে হবে। বর্তমান পারফরমেন্স নিয়ে আমরা জয় চাইতে পারি না। আরসিবি এবারের আসরের পাঁচটির মধ্যে চারটিতে হেরেছে। শেষ খেলায় আমরা খুব কঠিন লড়াই করেছি। কিন্তু জয়টা আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। কিছু বিষয়ে স্থির হতে হবে আমাদের। জিততে শুরু করতে হবে। আমরা তো কান্না নিয়ে বাড়ি ফেরার কথা চিন্তা করতে পারি না।

নিজেদের শেষ ম্যাচে পুনে সুপারজায়েন্টের ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৩৪ রানে থেমে যায় কোহলির বেঙ্গালোর। অথচ এই দলে থাকা নামগুলো- গেইল, ডি ভিলিয়ার্স, ওয়াটসন, কেদার যাদব, স্টুয়ার্ট বিনি, অ্যাডাম মিলনে, বিরাট কোহলি। পারফরমেন্সে যে নামগুলোর খোঁজই মিলছে কম। প্রত্যাশার চাপটা সেখানে আকাশ সমান বাড়তি।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে