সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৬:৪৫:৫০

কোটির দ্বারপ্রান্তে সাকিব আল হাসান

কোটির দ্বারপ্রান্তে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে তার গর্বের কিছু হবে বলে মনে হচ্ছে না। বিশ্বসেরা অলরাউন্ডার কেন টানা একাদশের বাইরে, এ নিয়ে সাকিব ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ। আইপিএলে সময়টা খারাপ গেলেও দিনদিন হু হু করে বেড়েই চলেছে সাকিব আল হাসানের জনপ্রিয়তা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লাইক আর ক’দিনের মধ্যে এক কোটি ছুঁবে। বর্তমানে সাকিবের অফিসিয়াল পেজের লাইক সংখ্যা ৯৯ লক্ষ ১৪ হাজার ৪৬৭। দেশের সব সেক্টরের তারকাদের হিসাব আনলে সাকিবই সবার উপরে।

ফেসবুকে জনপ্রিয়তায় সাকিবের পরে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ফেসবুকে তার লাইক সংখ্যা ৮৬ লক্ষ ২০ হাজার ৫৬০। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার লাইক সংখ্যা ৮১ লক্ষ ৯৩ হাজার ৪৩৩।

জাতীয় দলের অন্যতম সেরা তারকা হলেও ফেসবুকে খুব জনপ্রিয় নন তামিম ইকবাল। তার লাইক সংখ্যা মাত্র ৮ লক্ষ ৩৭ হাজার ৩৮৪। সুদর্শন পেসার তাসকিনের ফেসবুক লাইক প্রায় ১৯ লাখ। অন্যদিকে, অল্পদিনে ১৭ লাখের উপরে লাইক পড়েছে মোস্তাফিজুর রহমানের ফেসবুক পেজে।

চলচ্চিত্র তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় শাকিব খান। ফেসবুকে তার লাইক সংখ্যা ২৩ লক্ষ ৭২ হাজার ৯৬১। এরপরই আছেন বিদ্যা সিনহা মিম। তার লাইক সংখ্যা ২৩ লক্ষ ২৪ হাজার ৭৬।

১২০ কোটি মানুষের দেশ ভারত। সেখানে সবচেয়ে জনপ্রিয় তারকা বিরাট কোহলি। তবে লোক সংখ্যার তুলনায় তার ফেসবুক লাইক একটু কমই। তার লাইক প্রায় সাড়ে তিন কোটি। আর লিজেন্ড শচীন টেন্ডুলকারের ফেসবুক লাইক সংখ্যা ২ কোটি ৮২ লাখের মতো।

ওদিকে ফুটবল তারকা লিওনেল মেসির ফেসবুক লাইক ৮ কোটি ৮৩ লাখের মতো। জনপ্রিয়তায় তিনি হেরে বসে আছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। সিআর সেভেনের ফেসবুক লাইক সংখ্যা ১২ কোটির উপরে। এই দুই তারকা অবশ্য ফেসবুকের চেয়ে ইদানিং টুইটারই বেশি ব্যবহার করছেন।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে