সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৬:৫৪:২৫

১৬৯ টার্গেটে ব্যাট করতে নেমেই ৩ উইকেট নেই কলকাতার

১৬৯ টার্গেটে ব্যাট করতে নেমেই ৩ উইকেট নেই কলকাতার

স্পোর্টস ডেস্ক: সোমবার বিকেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৮তম ম্যাচে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লী ডেয়ারডেভিলস। তবে ম্যাচের জন্য ৯১ শতাংশ ভোট পেয়েও কেকেআর একাদশ থেকে বাদ পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দিল্লির সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ১৬৮ রান। তবে ১৬৯ টার্গেটে ব্যাট করতে নেমেই শুরুতেই ৩টি উইকেট হারায় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা অবধি কলকাতার সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান ।

আজকের ম্যাচে কলকাতা একাদশঃ গৌতম গম্ভির, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, কলিন ডি, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, ক্রিস ওকস, উমেশ যাদব, সুনিল নারিন, ট্রেন্ট বোল্ট, উমেশ যাদব।

চলতি আসরের একটি ম্যাচেও সাকিবকে একাদশে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ। তবে দলের দুই খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং ট্রেন্ট বোল্ট এখন পর্যন্ত কোন ম্যাচেই ইকনোমিক বোলিং করতে পারেননি।

আজকের ম্যাচে কেকেআর ভক্তরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে একাদশে দেখতে ইচ্ছুক ছিল। তা হয়নি। সাকিবকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে কেকেআর
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে