সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৮:১১:৫৫

শ্রীনিবাসনকে আইসিসি সভায় না থাকার নিষেধাজ্ঞা

 শ্রীনিবাসনকে আইসিসি সভায় না থাকার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক: আইসিসির পরবর্তী সভায় থাকতে পারবেন না ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সাবেক সভাপতি এন শ্রীনিবাসন। সম্প্রতি দেশটির সুপ্রিম আদালত আইসিসির সভায় শ্রীনিবাসনকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

শ্রীনিবাসনের বদলে বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরীকে আইসিসি সভায় ভারতের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। যেখানে তার সঙ্গী হিসেবে থাকতে পারবেন বিসিসিআই-এর সিইও রাহুল জহরী। উল্লেখ্য, আইসিসির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল।

গত দু-এক বছরে বেশ বদলে যাওয়া আইসিসির পেছনে রয়েছে এন শ্রীনিবাসনের বড়সড় হাত। মূলত চূড়ায় বসে ছড়ি ঘোরানোর জন্যই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ‘বিগ-থ্রি’ প্রস্তাব উত্থাপন করেছিলেন তিনি, যা পরবর্তীতে সব টেস্ট খেলুড়ে বোর্ডের সম্মতিতে বাস্তবে রূপ নেয়। তবে পরবর্তী সময়ে শ্রীনিবাসনের বিতর্কিত কার্যকলাপ তাকে স্বপ্নের পদ থেকে দূরে সরিয়ে নেয়, যার ধারাবাহিকতা এখনও চলছে।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে