স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামতে পারলেন না কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে হায়দরাবাদ। একাদশে আছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং স্পিন সেনসেশন রশিদ খান। আইপিএলে যেখানে বলে বলে টাকা ওড়ে, সেখানে একজন ক্রিকেটারের ক্লাস বিচার করার প্রয়োজন কেউ মনে করে না।
চলতি আসরে গত ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। বল হাতে সুবিধা করতে পারেননি। বেদম মার খেয়ে উইকেটশুন্য থেকেছেন। ২.৪ ওভার বলও করে দিয়েছেন ৩৪ রান। যার খেসারত হিসেবে এখন একাদশের বাইরে থাকতে হচ্ছে তাকে। গত আসরে এই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই তিনি অসাধারণ বোলিং করে 'ম্যাজিক্যাল মুস্তাফিজ' খেতাব পান। তার বোলিং ফিগার ছিল ৪ ওভার ১ মেডেন ৯ রান ২ উইকেট! কিন্তু সেই মুস্তাফিজ ইনজুরিতে পড়ার পর যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।
অন্যদিকে আজকের প্রথম খেলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স একাদশে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নিয়েছে কলকাতা। তাতে বাংলাদেশের আইপিএল দর্শকদের অপেক্ষা আরও বেড়ে যাচ্ছে।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি