সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:০৮:২৩

ইশ! আর ১টি রান যদি হতো, তাহলেই....

ইশ! আর ১টি রান যদি হতো, তাহলেই....

স্পোর্টস ডেস্ক: সব মঞ্চই প্রস্তুত ছিল। টার্গেট থেকে বেশ কিছু রান পিছিয়ে ছিল দল। ওভারও ছিল যথেষ্ট। রান দরকার ছিল মাত্র ১। ব্যাটে লাগিয়ে একটি সিঙ্গেল নিলেই কাঙ্খিত মাইলফলকে পৌঁছে যেতেন ইমতিয়াজ হোসেন। কিন্তু সেটি আর হলো না। ৯ বল বাকী থাকতেই প্রাইম দোলেশ্বর ৪ উইকেটের জয় পেলেও জয়ের নায়ক ইমতিয়াজ আউট হলেন ৯৯ রানে! নার্ভাস নাইন্টিজের শিকার ইমতিয়াজের আক্ষেপ রয়ে গেল ১ রানের! এই ৯৯ রানই তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দিল।

আগে ব্যাট করে দারণ সূচনা করেছিল ব্রাদার্স। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক মিলে ১১৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৫৬ রান করা মিজানকে ফিরিয়ে এই জুটি ভাঙার পরের বলেই ফরহাদ হোসনকে ফেরান শরীফ উল্লাহ। তৃতীয় উইকেটে মাইশুকুর রহমানের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন জুনায়েদ। কিন্তু তখনই ছন্দপতন! ৮৭ রান করে এনামুলের বলে আউট হয়ে যান জুনায়েদ সিদ্দিকী। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাদার্স। আরাফাত সানির ঘূর্ণিতে শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯ উইকেটে ২৪৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানের জুটি গড়ে প্রাইম দোলেশ্বরকে জয়ের ভিত গড়ে দেন ইমতিয়াজ ও আব্দুল মজিদ। ৪০ বলে ৪৫ রান করে মজিদ ফেরার পর সাবলীল খেলতে থাকেন ইমতিয়াজ। ১৪৩ বলে ৯ চার এবং ২ ছক্কায় ৯৯ রান করে দুঃখজনকভাবে আউট হয়ে যান তিনি। এতে জয়ের হিসাবে কোনো গড়মিল হয়নি দোলেশ্বরের।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে