সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৩৪:২৮

আরেকটি মিরাকল ঘটাতে চান নেইমার

 আরেকটি মিরাকল ঘটাতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক: মিরাকল কী নিয়মিতই ঘটে? বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভার কথা শুনলে অন্তত সেটাই মনে হতে পারে আপনার। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচ খেলতে গিয়ে ৪-০ গোলে হেরে এসেছিল বার্সা। তখনই সবাই ধরে নিয়েছিল শেষ ১৬ থেকেই হয়তো বিদায় কাতালানদের।

কিন্তু ফিরতি পর্বে নিজেদের মাঠে রীতিমত মিরাকল ঘটাল বার্সা। ইতিহাসের সেরা কামব্যাক যেটাকে বলে। ৬-১ গোলে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছিল মেসি-নেইমারদের দল। ওই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন নেইমার ডি সিলভা জুনিয়র।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসে আবারও একই পরিণতি বার্সার। জুভেন্তাসের মাঠে গিয়ে হেরে এসেছে ৩-০ গোলে। সেমিফাইনালে যেতে হলে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে বার্সাকে। যা রীতিমত অসম্ভব; কিন্তু বার্সার আক্রমণভাগের অন্যতম ভরসা নেইমারের বিশ্বাস তারা পারবেন। আরও একটি মিরাকল ঘটিয়ে পারবেন কাম ব্যাক করতে।

আগামী বুধবার ন্যু ক্যাম্পে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জুভেন্তাসকে মোকাবেলা করবে বার্সা। সেই ম্যাচের আগে এক ইন্টারভিউতে নেইমার বলেন, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমরা এটা (কামব্যাক) পারবোই।’

যে কোনো দলের পেছনে থাকতেই পারে যে কেউ। তবে বার্সা শেষ পর্যন্ত লড়াই করতে জানে এবং বিজয় ছিনিয়ে আনে। নেইমার বলেন, ‘আমরা যে কোনো দলের পেছনে থাকতেই পারি। তবে বার্সেলোনা সব সময়ই একই রকম। কঠিন কাজ আমরা সম্ভব করতে পারি।’

কিভাবে আরেকটি মিরাকল সম্ভব? নেইমার বলেন, ‘যদি আমাদের সব কিছু পরিকল্পনামত হয় এবং সবকিছু সঠিকভাবে এগিয়ে চলে, তাহলে আরেকটি কামব্যাক অবশ্যই হতে পারে। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি এবং আমরা যে এমন কিছু করতে পারি, সে বিষয়েও বিশ্বাস রাখি। সবকিছুরই শেষ আছে। সুতরাং, এক ম্যাচ হারে কিছু যায় আসে না। কারণ, আমরা চাই সব কিছু জিততে।’

তবে, বাস্তববাদীও নেইমার। জুভেন্তাসের বিপক্ষে ফেরা যে কঠিন হবে সেটাও স্মরণ করিয়ে দিলেন তিনি। বললেন, ‘জুভেন্তাসও খুব ভালো দল। দারুণ ভারসাম্য দলটিতে। সুতরাং, তাদের মুখোমুখি হওয়াটা আমাদের জন্য কঠিনই হবে। যদিও পিএসজির মুখোমুখি হওয়ার মত একই অবস্থা আমাদের জন্য। তখন আমাদের সামনে ছিল মাত্র ১ ভাগ সুযোগ। বাকি ৯৯ ভাগ আমরা নিজেদের কাজ, পরিশ্রম এবং বিশ্বাস দিয়ে জয় করেছি। সেই বিষয়গুলো আবারও এসে গেছে আমাদের জন্য।’
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে