সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৪৫:২৩

দিল্লিকে হারিয়ে আবারও এক নম্বর সাকিবের কেকেআর

দিল্লিকে হারিয়ে আবারও এক নম্বর সাকিবের কেকেআর

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে চার উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল কলকাকা নাইট রাইডার্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল কলকাতা। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে গৌতম গম্ভীরের দল।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন দিল্লি ডেয়ারডেভিলসের দেয়া ১৬৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর মনিশ পান্ডে ও ইউসুফ পাঠান ১১০ রানের পার্টনারশীপ গড়েন। ৩৯ বল খেলে ছয়টি চার ও দুইটি ছয়ের সাহায্যে ৫৯ রান করেন ইউসুফ পাঠান। আর ৪৯ বল খেলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৯ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে জহির খান ২টি, প্যাট কামিন্স ২টি, ক্রিস মরিস ১টি ও অমিত মিশ্র ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেভিলস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সঞ্জু স্যামসন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে নাথান কুল্টার-নাইল ৩টি, ক্রিস ওয়েকস ১টি, উমেশ যাদব ১টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নেন।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে