সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৪৬:৩৪

টাইগার মুশফিকের তৃপ্তি, এর প্রমাণ...

 টাইগার মুশফিকের তৃপ্তি, এর প্রমাণ...

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অথচ ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করছেন না মাশরাফি। তিনি নিজে খেলছেন অধিনায়ক মুশফিকুর রহীমের অধীনে। আর তাতেই তৃপ্ত বাংলাদেশের টেস্ট ফরম্যাটের অধিনায়ক। এমনকি এ প্রেরণা থেকে মাঠে নিজেক ঢেলে দিচ্ছেন তিনি। এর প্রমাণ টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ই যে হলেন মুশফিক!

সোমবার বিকেএসপিতে ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা অবশ্যই তৃপ্তিদায়ক। এবারই প্রথম তার সঙ্গে এক ক্লাবে খেলছি। তিনি একটু মানসিকভাবে বিশ্রাম নিতে চেয়ে আমাকে অনুরোধ করেছিল দায়িত্ব নিতে। তার মত মানুষ যখন অন্য কাউকে দায়িত্ব দেয়, তখন ১২০ থেকে ২০০ ভাগ নিজে থেকেই বেরিয়ে আসে। চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলো যেন আরও ভালো করি।’

প্রিমিয়ার লিগে এবার জাতীয় দলের খেলোয়াড়রা দারুণ খেলছে। তাতেও সন্তুষ্ট মুশফিক, ‘এটাই আমাদের দায়িত্ব। কারণ ঘরোয়া ক্রিকেটে যারা খেলে তাদের থেকে যদি আমরা ভালো না খেলি তাহলে জাতীয় দলে খেলার প্রাধান্যটা কেন থাকবে। সেদিক থেকে আমাদের সেই মান বজায় রাখা উচিৎ। আল্লাহর রহমতে জাতীয় দলের সবাই রান করছে। এটা খুবই ভালো লাগছে।’

জাতীয় দলের সব খেলোয়াড়ের সঙ্গে তাল মিলিয়ে দারুণ খেলছেন মুশফিকও। প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিংয়ের পর আজও করেছেন সেঞ্চুরি, ‘আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের পারফর্ম করতেই হয়। সবাই চায় তারা পারফর্ম করুক। আল্লাহর রহমতে আজকে আমার দিন ছিল চেষ্টা করেছি, সফলও হয়েছি। তাই খুব ভালো লাগছে। এসব ম্যাচে রান করলে অবশ্যই অনেক আত্মবিশ্বাস বাড়ে। পরবর্তীতে যে কয়টা ম্যাচ খেলবো চেষ্টা করবো এ ধারা ধরে রাখার।’
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে