স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানালেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান। তবে, পারিশ্রমিক কি পরিমান বাড়বে সেই ব্যাপারে খোলাসা করেননি তিনি।
ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে ক্রিকেটারদের বেতন দ্বিগুণ করার জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু, তাতেও ক্রিকেটাররা সন্তুষ্ট নন। তবে, নতুন বেতন কাঠামোতে ক্রিকেটারদের অসন্তোষ থাকবে না বলে আশ্বস্ত করলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবির বিজ্ঞাপনের কাজ করেন জাতীয় দলের ১৫ ক্রিকেটার। তারই এক ফাঁকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে আলাপ করেন তারা। এর মাঝেই বেতন ও ম্যাচ ফি বাড়ানোর দাবীও আছে।
বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে আকরাম খান বলেন, ‘এটা বোর্ড মিটিংয়ে অনুমোদন হয়। আমাদের একটা প্রস্তাব থাকে ক্রিকেট অপরারেশ থেকে। আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এবার বোর্ড মিটিংয়ে সেটা চূড়ান্ত হবে। গতবারের থেকে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে, বেতন দ্বিগুন হওয়ার সম্ভবনা আছে কিনা তা বলা কঠিন।’
একই সাথে বেতন-পারিশ্রমিকের ক্ষেত্রে বিসিবির কিছু সীমাবদ্ধতা আছে বলে জানালেন তিনি। তবে, কোনো ক্রিকেটারই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিসিবি দেখবে আশ্বাস দিলেন তিনি।
বললেন, ‘অন্য বোর্ডে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা কম। বাংলাদেশে কিন্তু ১৫-১৬ জন হয়ে আসছে। আমাদের খেলোয়াড়রা ভালো করলে ইনকাম অব সোর্স কিন্তু অনেক আছে। এখন ডিপিএল খেলছে, বিপিএল আছে। এছাড়া ৮০ থেকে ৯০ জন খেলোয়াড় বোর্ডের আন্ডারে আছে। এখন যারা জাতীয় দলে খেলছে তাদের সংখ্যা যদি আমরা চুক্তিতে আনতে চাই তাহলে কিন্তু সংখ্যা বেড়ে যাবে। একই সাথে কিন্তু বেতনও বাড়তে। আমরা যদি ভারসাম্য রাখতে চাই তাহলে চুক্তিতে কম ক্রিকেটার নিতে হবে তখন কিন্তু বেতনও বাড়বে। খেলোয়াড়ড়রা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই আমরা কাজ করছি। শুধু জাতীয় দল না জাতীয় দলের বাইরে যারা ঘরোয়া ক্রিকেট খেলছে তাদের দিকেও আমাদের নজর আছে।’
আকরাম খান জানালেন, এ বছর টেস্ট ফিসহ অন্যান্য ম্যাচ ফি - সবই বাড়াবে বিসিবি। সাথে এটাও যোগ করলেন যে অন্যান্য বোর্ডের চেয়ে বরাবরই বেশি বোনাস দেয় বিসিবি।
আকরাম খান বলেন, ‘এ বছর আমরা টেস্ট ফি বাড়াচ্ছি, ম্যাচ ফি সব কিছুই বাড়বে। বাংলাদেশ তো খুবই ভালো খেলছে। সেই ধারাবাহিকতা আছে সেটা যেন থাকে। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি যে শারীরিক ধারাবাহিকতা আছে সেটা যেন থাকে। সব কিছুই ভালো আছে। বোনাস তো ওরা বেশি পাচ্ছে। ২০১৫ বিশ্বকাপে পেয়েছে, এবার শ্রীলঙ্কা সিরিজ শেষে পেয়েছে। আমরা তো সব বোর্ড থেকে বেশি বোনাস দিয়ে থাকি।-খেলাধুলা
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি