স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে গুজরাট লায়ন্স। দল যে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক রায়নাও তা স্বীকার করে নিয়েছেন। ঠিক এমন দুঃসময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যারন ফিঞ্চকে রবিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া যাচ্ছে না বলে শোনা গিয়েছিল। কিন্তু কেন? ইনজুরি নাকি আনফিট? নাকি দেশের হয়ে খেলার জন্য ডাক পড়েছে অস্ট্রেলীয় এই ব্যাটসম্যানের?
আসলে এসবের কোনটাই অ্যারন ফিঞ্চের আইপিএল খেলার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। ওয়াংখেড়েতে টসের সময় রায়না জানান, তার কিট ব্যাগ এখনও পৌঁছয়নি বলে খেলছেন না ফিঞ্চ। শাহদাব জাকাতিও খেলছেন না। ওই দুই ক্রিকেটারের বদলে জেসন রয় এবং মুনাফ প্যাটেলকে নেওয়া হচ্ছে।
শুধুমাত্র কিটব্যাগের জন্য একটা ম্যাচ খেলতে পারলেন না! এমন তুচ্ছ কারণ শুনে ফ্রিঞ্চকে নিয়ে ট্রল বিদ্রুপ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার কিট ব্যাগ না পৌঁছনোর খবরকে হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ আবার নিজের কিট ব্যাগও ধার দিতে চেয়েছেন ফিঞ্চকে।
অন্যদিকে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, সঠিক মাপ এবং ওজনের ব্যাট দিয়ে না খেললে ক্রিকেটারের একটা অস্বস্তিবোধ হয়। আবার ওই ক্রিকেটার বেশ কিছু স্পনসরের সঙ্গে চুক্তিবদ্ধ। অন্যের ব্যাট দিয়ে খেলা সে ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজ। এই যুক্তি দেখিয়েই ফিঞ্চের পাশে দাঁড়িয়েছেন তারা।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস