স্পোর্টস ডেস্ক: আইপিএলের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ রশিদ খানকে যখন ৪ কোটি রুপি কিনে নিল তখন যেন বিস্ময়ের ঘোরই কাটছিল না এই তরুণ উদীয়মান ক্রিকেটারের। দারুণ বোলিং দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন এখনও ঊনিশে পা না দেয়া আফগানিস্তানের তারকা বোলার রশিদ। একই দলে রয়েছেন জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবীও। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুই আফগান তারকা সানরাইজার্সের একাদশে জায়গা করে নেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য যেটি স্বপ্নের চেয়েও বড় কিছু।
আইপিএলের দশম আসরে সানরাইজার্সের হয়ে চার ম্যাচে ইতোমধ্যেই ৭ উইকেট নিয়েছেন রশিদ খান। আগের চার ম্যাচেই আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই উইকেট পান তিনি। দারুণ বোলিংয়ের সুবাদে রশিদকে একাদশের বাইরে রাখার চিন্তাও করছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে অলরাউন্ডার নবীকেও একাদশে যুক্ত করে সানরাইজার্স।
গত মোসুমে সাকিব আল হাসান কলকাতার হয়ে এবং মোস্তাফিজুর রহমান সানরাইজার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এবারও দুজন নিজ নিজ দলেই রয়েছেন। তবে বাংলাদেশি সমর্থকদের কাছে আইপিএলের দশম আসর একরাশ হতাশা নিয়েই যেন হাজির হয়েছে। কলকাতার প্রথম পাঁচ ম্যাচের একটিতেই একাদশে জায়গা পাননি সাকিব। অন্যদিকে প্রথম ম্যাচে সানরাইজার্সের হয়ে নিষ্প্রভ থাকায় টানা দুই ম্যাচে উপেক্ষিত রইলেন মোস্তাফিজ।
বাংলাদেশি সমর্থকদের কাছে আইপিএল রীতিমতো হতাশায় পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রশিদকে নিয়ে এমনিতেই উচ্ছ্বসিত, রোমাঞ্চিত ছিলেন আফগানিস্তানের দর্শকরা। এমনকি যারা ক্রিকেটের 'অ, আ, ই'-ও বুঝেন না তারাও সানরাইজার্সের ম্যাচের দিন রশিদকে দেখতে টিভির সামনে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। রশিদ ও নবী একই সাথে হায়দরাবাদের একাদশে জায়গা পাওয়া নিশ্চিতভাবেই আনন্দের বন্যা বইছে আফগানিস্তান-জুড়ে, বিশেষ করে রাজধানী শহর কাবুলে।
৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি