মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ১১:০৯:৫৯

বিসিবির নতুন দায়িত্বে খালেদ মাহমুদ সুজন

বিসিবির নতুন দায়িত্বে খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। ২০১৪ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। গত নিউজিল্যান্ড এবং ভারত সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালন করেননি তিনি।

তবে, ফিরেছিলেন শ্রীলঙ্কা সফরে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজেও এই সুজনের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজে খালেদ মাহমুদ সুজনই ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। দুটি টুর্নামেন্টের জন্য শিগগির দল ঘোষনা করা হবে।’

আগামী ১২ মে থেকে ডাবলিনে স্বাগতিক আয়ার‌ল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করবে বাংলাদেশ।

আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। ফলে হাতে আর সপ্তাহখানেক সময় বাকি। শিগগিরই দল ঘোষণা করা হবে।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে