সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩২:৩৯

মেসিকে পরে নামানোতে ক্ষু্ব্ধ দর্শকরা, কারণ ব্যাখ্যা দিলেন কোচ

মেসিকে পরে নামানোতে ক্ষু্ব্ধ দর্শকরা, কারণ ব্যাখ্যা দিলেন কোচ

স্পোর্টস ডেস্ক: মেসি মানে অন্য কিছু তা আবারো দেখিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা কালীন সময়ে দর্শকরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে মাঠে নামিয়েছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। আর তাতেই ক্ষুব্ধ তার দর্শক-সমর্থকরা। মেসিকে পরে নামানো হলো কেন? এ নিয়ে দর্শকদের নানা প্রশ্ন, তাছাড়া ফুটবল বিশ্বেরও একি প্রশ্ন কেন পরে নামানো হয়েছিল মেসিকে। তবে, কেন মেসিকে পরে নামিয়েছেন তার কারণ ব্যাখ্যা করলেন বার্সা কোচ।

এনরিকে বলেছেন, ‘আমরা দু’জনেই (মেসির সঙ্গে আলোচনা করে) ঠিক করেছিলাম পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামার বিষয়টা। মেসি বিমান যাত্রার ধকলে ক্লান্ত। তাই ওকে নামানোর ঝুঁকি নেইনি।’


ম্যাচ জয় প্রসঙ্গে এনরিকে বলেছেন, ‘আমরা খুব ভালো ফুটবল খেলেছি। অ্যাটলেটিকো কোনও সুযোগ পায়নি। আমাদের রক্ষণ এদিন অনবদ্য খেলেছে। ম্যাচ জেতায় আমরা খুব খুশি।’


উল্লেখ্য, মেক্সিকোর বিরুদ্ধে দেশের হয়ে ম্যাচ খেলার পর লম্বা সফর করে বার্সেলোনায় আসেন মেসি। তাই পুরো ম্যাচ খেলানোর ঝুঁকি নেননি এনরিকে।

১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে