মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০২:৩২:২৭

ব্যাট হাতে জীবনের সেরা ইনিংস খেললেন তামিম ইকবাল

ব্যাট হাতে জীবনের সেরা ইনিংস খেললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞার কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তামিম ইকবালের। তবে নিষেধাজ্ঞা থেকে ফিরেই কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি তুলে নিলেন দেশসেরা এই ওপেনার। আউট হওয়ার আগে ২৮ বছর বয়সী তামিম খেলেন ক্যারিয়ার সেরা ইনিংসও।

মঙ্গলবার সাভারের বিকেএসপির মাঠে মোহামেডানের হয়ে ১৩ চার ও দুই ছক্কায় ১০২ বলে সেঞ্চুরিতে পৌছান তামিম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তামিমের ১৩তম সেঞ্চুরি। সঞ্জিত সাহার বলে মুক্তার আলীর হাতে ধরা পড়ার আগে মারকুটে এই ওপেনার খেলেন ১৫৭ রানের দাপুটে এক ইনিংস। লিস্ট 'এ' ক্যারিয়ারে এর আগে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ১৫৪।

এদিন বাঁহাতি এই ওপেনার প্রথম ৫০ করতে বল খেলেছেন ৬১টি। এরপরের ৫০ করতে লাগে ৪১ বল। সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেন দেশের হয়ে ৪৯টি টেস্ট, ১৬৫টি ওয়ানডে এবং ৫৬টি-টিয়েন্টি খেলা তামিম। মাত্র ২১ বল লাগে তামিমের ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে। সবমিলিয়ে ১২৫ বলে ১৮ চার ও ৭ ছক্কায় ১৫৭ রানের ইনিংসটি সাজান তামিম।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহামেডানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও শামসুর রহমান শুভ। ব্যক্তিগত ৩৮ রানে শামসুর ফিরে গেলেও ভাঙ্গে তাদের ৭৩ রানের জুটি। একে একে সাজঘরে ফেরেন রনি তালুকদার, রাকিবুল হাসান এবং রহমত শাহও। একপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল থাকেন অধিনায়ক তামিম।

ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি। এখানেই থামেননি তিনি। কলাবাগান ক্রীড়া চক্রের বোলারদের উপর চড়াও হয়ে পেরিয়ে যান ১৫০ রানও। তবে ইনিংসের ৪৩ তম ওভারে দলীয় ২৪২ রানের মাথায় সঞ্জিত সাহার বলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ওপেনার। তার ১৫৭ রানের ইনিংসে ভর করে মোহামেডান পায় ৩০৭ রানের বড় সংগ্রহ।

প্রিমিয়ার লিগের গেল আসরে আবাহনীর হয়ে খেলেছেন তামিম। ওই আসরে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে বিতর্কের জন্ম দেন তিনি। আবাহনী এবং প্রাইম দোলেশ্বের স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সাথে দুর্ব্যবহার করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই ড্যাশিং ওপেনার। আসর শেষ হওয়ার পর তামিমের এই শাস্তি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল আসরে শাস্তি ভোগ না করায় এবারের আসরে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়েছে তাকে। ফলে চলতি আসরের নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দর্শক হিসেবেই থাকতে হয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারেরও বেশি রানের এই মালিককে। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই লিস্ট 'এ' ক্যারিয়ারের সেরা ইনিংসটার দেখা পেলেন তামিম।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে