স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে যদি অন্যতম সফল আইপিএল দল ধরা হয়, তাহলে শাহরুখ খান অতি অবশ্যই সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি-মালিক! প্রথম মৌসুমের আইপিএলে যখন হেরে যাওয়া দলগুলো যখন লোকশানের অংক মেলাচ্ছিল, একমাত্র কলকাতা নাইট রাইডার্সই কিছুটা মুনাফা ঘরে তুলতে পেরেছিল। আর সেটাও শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালুর কারনেই।
কিন্তু এই শাহরুখ খানের বিরুদ্ধে একটা অভিযোগ বেশ জোরেশোরেই শোনা যায়, সেটা হল কেকেআরের টিম মিটিংয়ে অহেতুক হস্তক্ষেপ! তবে অধিনায়ক গৌতম গম্ভীর কিন্তু একেবারে উড়িয়েই দিলেন সেই অভিযোগ।
তাঁর ভাষ্যমতে, কিং খান দলের ম্যানেজমেন্টকে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকেন এবং ক্রিকেটীয় সিদ্ধান্তগুলো সিনিয়র খেলোয়াড়দের উপরেই ছেড়ে দেন। বোঝা গেল সাকিব আল হাসানের দলের ওপর কোনোরকম জোর খাটান না শাহরুখ খান।
হার্শা ভোগলেকে দেয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, অনেকেই বলেন যে শাহরুখ খান টিম মিটিঙে হস্তক্ষেপ করেন এবং সিদ্ধান্ত চাপিয়ে দেন, কিন্তু আমি এই দলের সাথে ৭ বছর যাবত আছি এবং আমি এমনটা কখনোই হতে দেখিনি।'
এমনকি শাহরুখ খানের সাথে ক্রিকেট নিয়ে কোন আলোচনাই হয়না জানিয়ে গৌতম বলেন,‘সত্য বলতে আমরা কখনোই ক্রিকেট নিয়ে আলোচনা করি না। সে একবার আমাকে বলেছিল, ‘কেউ যদি তাঁকে কিভাবে অভিনয় করতে হবে সে ব্যাপারে জ্ঞান দিতে আসে তাহলে তার রাগ হবে। ঠিক তেমনি ক্রিকেট নিয়ে তোমরা সিনিয়র প্লেয়াররা যে ডিসিশন নেবে সেটাই ঠিক, তোমরা থাকতে আমি এসব ব্যাপারে কথা বলতে পারি না।’
জানিয়ে রাখা ভাল, মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস এবং কেকেআর এই তিনটি দলই শুধু দুইবার করে আইপিএল ট্রফি ঘরে তুলেছে। এই মৌসুমের আইপিএলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শাহরুখ খানের কেকেআর।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর