স্পোর্টস ডেস্ক: যুগ বদলালেও বদলায়নি প্রস্তরযুগের স্কোরবোর্ড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য যেমন অবকাঠামো দরকার সেটা বিকেএসপির নেই বললেই চলে। অনেকবার বিকেএসপিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মানের কথা বলা হলেও সেটা কখনও বাস্তবে রূপ নেয়নি।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে স্কোরবোর্ড নিয়েও যথেষ্ট ঝক্কি পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। ‘প্রস্তর যুগের’ স্কোরবোর্ডে দেখা যায় শুধু দলের রান, ওভার, উইকেট ও টার্গেট। কোনো খেলোয়াড়ের বোলিং ফিগার, রান দেখা সম্ভব নয়। বিকেএসপিতে এভাবেই ম্যাচের স্কোরিং চলছে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এক কর্মকর্তা বলেছেন, স্কোরবোর্ডটা বিসিবির বিষয়। আর বিসিবি বরাবরের মতই এই ব্যাপারে নীরব। লিজেন্ড অব রুপগঞ্জ ও শেখ জামালের বিপক্ষে ম্যাচ চলাকালে যেমন খোদ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও স্কোরবোর্ড দেখে বা সংশ্লিষ্টদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন না মুশফিকুর রহিমের রান কত!
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর