মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৫:২৮:৫২

তামিমের রেকর্ড-সেঞ্চুরিতে মোহামেডানের জয়

তামিমের রেকর্ড-সেঞ্চুরিতে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে তামিম ইকবালকে নিষেধাজ্ঞার কারণে পায়নি মোহামেডান। দলের সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। তবে তামিম ফিরতেই যেন স্বরূপে ফিরল মোহামেডান। মঙ্গলবার রেকর্ড-সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন তামিম। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রকে ২৪ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান।

ডিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হার দিয়ে শুরু করে মোহামেডান। মঙ্গলবারের জয়ে ছন্দে ফিরল দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় হার সঙ্গী হলো কলাবাগানের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৫ উইকেটে হেরেছিল দলটি।

বিকেএসপির-৪ নম্বর মাঠে তামিমের ঝোড়ো সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নামা মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৭ রানের পাহাড় গড়ে। জবাবে ব্যাটিংয়ে নামা কলাবাগান নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রানেই আটকে যায়।

কলাবাগানের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা ৮০ বলে ৬৮ ও তুষার ইমরান করেন ৬১ বলে ৬২ রান। দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ৪৯ বলে ৪৬ রান করে আউট হন আশরাফুল। মুক্তার আলির ব্যাট থেকে আসে ৩৮ রান।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। মেহেদী হাসান মিরাজ নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন রহমত শাহ, সাজেদুল ইসলাম ও শুভাশিষ রায়।

এর আগে চার-ছক্কার ফুলঝুরিতে তামিম ১৫৭ রানের রেকর্ডগড়া ইনিংস উপহার দিয়ে দলকে ৩০৭ রানের পাহাড় এনে দেন। ১৮টি চার ও ৭টি ছক্কায় ইনিংসটি খেলেন তামিম। 'লিস্ট এ' ম্যাচে এটাই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তামিম ছাড়িয়ে যান নিজেকেই। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ১৫৪ রান। মঙ্গলবার সেটিকেই ছাড়িয়ে যান তিনি। এছাড়া মোহামেডানের হয়ে শামসুর রহমান ৩৮, মিরাজ ২১ ও রনি তালূকদার করেন ২০ রান।

কলাবাগানের হয়ে সঞ্জিত সাহা সর্বোচ্চ চারটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন নাবিল সাদাম ও মুক্তার আলী।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে