স্পোর্টস ডেস্ক:এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তারকার অভাব নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। রয়েছেন টাইগার হার্ডহিটার ওপেনার সৌম্য সরকার, বিপিএলে আরেক বিগ হিটার মেহেদি মারুফ, টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট সাব্বির রহমান। সঙ্গে খেলছেন ভারতের উন্মুখ চাঁদ। মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে দলের তারকাকে ছাপিয়ে ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিলেন আল-আমিন।
তার আগের নামগুলো (মেহেদি ছাড়া) তখন ত্রিশের কোটা পার করেই সাজঘরে, তখন ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রাইম ব্যাংকে ৩০৭ রানের বড় স্কোর এনে দিলেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছক্কার মার।
এদিন আল-আমিনকে যোগ্য সঙ্গ দেন অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসান। ডলার মাহমুদের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২ ছক্কা আর ৫ চারের সাহায্যে ৫০ রান। এছাড়া সৌম্য সরকার ৩৯, সাব্বির ৩৬ ও উন্মুখ চাঁদের ব্যাট থেকে আসে ৩২ রান। খেলাঘরের হয়ে ডলার মাহমুদ ও শামসুল আলম দুটি করে উইকেট নিয়েছেন।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি